Text size A A A
Color C C C C
Last updated: 19th September 2017

‘Sheikh Hasina Software Technology Park’

                         

প্রকল্পের তথ্য

 

১।

বিভাগের নাম

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

২।

বাস্তবায়নকারী সংস্থা

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

৩।

প্রকল্পের নাম

 

“শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প

৪।

বাস্তবায়নকাল  

 

ফেব্রুয়ারী২০১৩ থেকে জুন/২০১৭

৫।

প্রকল্প এলাকা

 

যশোর বারান্দি ও শংকরপুর মৌজা, যশোর পাসপোর্ট অফিস সংলগ্ন

৬।

প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

 

২৫৩০৯.৪৮ লক্ষ টাকা।

৭।

অর্থের উৎস

 

GOB

জিওবি

PA

 

৮।

অনুমোদনের তারিখ

 

০৫/০২/২০১৭ ইং

৯।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য

ক)

পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর আইটি শিল্প নগরী গড়ে তোলা

খ)

আইটি শিল্পে বিদেশী/দেশী বিনিয়োগে উদ্বুদ্ধকরণ

গ)

দেশের আইটি শিল্পে দক্ষ কর্মশক্তি তৈরী করা

ঘ)

প্রশিক্ষনের মাধ্যমে আইটি/আইটিইএস শিল্পে বিপুল বেকার যুবশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা।

১০।

(ক) প্রকল্পের আওতায় গৃহীতব্য কার্যাবলী/প্রধান প্রধান অঙ্গের বিবরণ

 

নির্মাণাধীন প্রতিটি ভবনের মোট ফ্লোর

ক) ডরমিটরি ১২ তলা

খ) মাল্টিট্যানেন্ট ভবন ১৫ তলা

গ) ক্যান্টিন ও এ্যাম্ফিথিয়েটার ভবন ৩ তলা

 

প্রতি ফ্লোরের আয়তন

ক) ডরমিটরি ভবন ৮০০০ বর্গফুট

খ) এমটি ভবন ১৪৫০০ বর্গফুট

গ) ক্যান্টিন ও এ্যাম্ফিথিয়েটার ভবন ৯৫০০ বর্গফুট